Principal’s Message

প্রতি-

সুধী ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ :-

বর্তমান শিক্ষা ব্যবস্থায় বিশ্বায়নের পরিপেক্ষিতে ভারতবর্ষকে বিশ্বের উন্নত দেশ গুলির শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে নতুন শিক্ষা ব্যবস্থা চালু করতে হচ্ছে এবং একই কারণে ভারতের রাজ্য গুলিকেও দেশের নতুন প্ররবর্তিত শিক্ষা ব্যবস্থার অনুকরণে আদর্শ বিদ্যালয় স্থাপন করতে হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় আমাদের রাজ্যের শহর গুলিতে স্বামীজির আদর্শে কিছু কিছু আদর্শ বিদ্যালয় স্থাপিত হলেও গ্রামগঞ্জে মেধাবী ছাত্র-ছাত্রীগণের মেধার বিকাশ সাধনের জন্য এই ধরণের ‘মডেল স্কুল’ স্থাপনে তেমন কোনও প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে না। আনন্দের বিষয় বর্তমান শিক্ষাবর্ষেই রসুলপুর গ্রাম নিবাসী মহান শিল্পপতি ভ্রাতৃদ্বয় সেখ আব্দুস সবুর ও সেখ আব্দুস সামাদ তাদের হাত প্রসারিত করেছেন রসুলপুর গ্রামের পার্শেই স্বামীজির আদর্শে ‘বিবেকানন্দ মডেল স্কুল’ স্থাপনের মাধ্যমে। এই অদর্শ বিদ্যালয়ে মেধাবি ছাত্র-ছাত্রীদের যাহাতে শারীরিক, মানসিক, আধ্বাত্মিক ও নান্দনিক সকল ধরণের বিকাশ ঘটানো যায় এবং ছাত্র-ছাত্রীগণের মধ্যে বিজ্ঞান মনস্কতা সৃষ্টি করা যায় যাহা বর্তমান গ্রামগঞ্জে খুবই প্রয়োজন তাহার সর্ব প্রকার ব্যবস্থা রাখা হইয়াছে এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত জীবনে সঠিক পথের দিশা দেখানোর জন্য সর্ব প্রকার প্রচেষ্টা ও পদ্ধতি গৃহীত হইতেছে।

এই ব্যাপারে তাই সুধী ও শিক্ষাপ্রেমী ব্যক্তিবর্গকে এই মহান শিল্পপতি ভ্রতৃদ্বয়ের প্রচেষ্টাকে স্বাগত জানাতে সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন রাখছি এবং একই সাথে নতুন প্রতিষ্ঠিত বিবেকানন্দ মডেল স্কুল – এর সর্বাঙ্গিন বিকাশ শ্রীবৃদ্ধি ও সমৃদ্ধি কামনা করছি।

বিনীত –

মহঃ রফিকুল ইসলাম (অধ্যক্ষ)